যোগাযোগ রক্ষায় সম্মত দুই কোরিয়া

Slider সারাবিশ্ব

contact_426800703
ঢাকা: পরিস্থিতির ব্যাপারে যোগাযোগ রক্ষায় সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ বলে পরিচিত পানমুনজন-এ দ্বিপাক্ষিক আলোচনার পর এ ব্যাপারে সম্মত হন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা।

শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) পানমুনজন-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সিউলভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আলোচনায় দক্ষিণ কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির একত্রীকরণ বিষয়ক মন্ত্রী হং ইয়ং-পিও ও জাতীয় নিরাপত্তা অধিদফতরের প্রধান কিম কুয়ান-জিন। আর উত্তর কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন শীর্ষ সেনা রাজনৈতিক কর্মকর্তা হুয়াং পিয়ং-সো ও ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি কিম ইয়ং-গন।

হুয়াং পিয়ং-সো কিম জং-উনের পর উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ব্যক্তিত্ব ও কিম ইয়ং-গন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান বলে পরিচিত।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অধিদফতরের একজন উপদেষ্টা কিম কিওউ-হিউন এক টেলিভিশন বক্তৃতায় বলেন, চলমান পরিস্থিতিতে দক্ষিণ ও উত্তর কোরিয়া যোগাযোগ রক্ষার ব্যাপারে সম্মত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *