জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাজা

Slider বাংলার আদালত

87650_high-coart

আদালত অবমাননার দায়ে জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দোষি সাব্যস্ত করেছে আপিল বিভাগ। আজ আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের দ- দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৭ দিনের জেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ সদস্যের বৃহত্তর আপিল বেঞ্চ এ আদেশ দেয়। রায় ঘোষণার সময় আদালত অবমাননার ব্যাপারে একটি গাইড লাইন দেয়ার কথা বলেছে আপিল বিভাগ।
গত ২৯শে জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের দিন স্বপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে সুপ্রিম কোর্ট। ‘সাকার পরিবারের তৎপরতা : পালাবার পথ কমে গেছে’ শিরোনামে গত ১৬ই জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য রুল জারির পাশাপাশি নিবন্ধের লেখক স্বদেশ রায় এবং আতিকউল্লাহ খান মাসুদকে তলব করা হয়। গত সোমবার আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে রুলের শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *