ইজতেমা ময়দান খালি হচ্ছে ময়লার দুর্গন্ধে বাতাস বিষাক্ত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি
Exif_JPEG_420

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: আজ রবিবার সকাল ৯টা ২৩ মিনিটে অনুষ্ঠিত প্রথম পর্বের আখেরী মোনাজাত শেষ হওয়ার পর লাখ লাখ মানুষ ময়দান ছেড়ে বাড়ি যাচ্ছেন। ইতোমধ্যে ময়দান প্রায় খালি হয়ে গেছে। তবে মূলপ্যান্ডেল ও চারপাশ এলাকায় ভয়াবহ দুর্গন্ধে বাতাস বিষাক্ত হয়ে গেছে।

সন্ধ্যায় ময়দান ঘুরে দেখা যায় দলে দলে মানুষ ময়দান ছেড়ে যাচ্ছেন। মুসল্লিদের নেয়ার জন্য বড় বড় বাস মহাসড়কে সাড়ি সাড়ি লাইন ধরে আছে। মুসল্লিরা রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছেন। ময়দানের ভেতরে গিয়ে দেখা যায়, যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপ। অনেক জায়গায় গরু মুরগী ও খাসির মলমূত্র যেখানে সেখানে পড়ে রয়েছে। ভেতরে নাকে টিস্যু পেপার দিয়ে মুখ ডেকে যেতে হয়। ভেতরের ছবি তোলা বারণ থাকায় ময়লা আবর্জনার ছবি নেয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশ কয়েক দিন ধরে লাখ লাখ মানুষ মাছ মাংস শাকসবজি সহ নানা ধরণের খাবার রান্না করে খেয়েছেন। অনেকে গরু খাসিও জবাই করেছেন। মুরগী জবাই ছিল প্রতি বেলার খাবার। গরু খাসি মুরগী আর মাছের আবর্জনা যত্রতত্র পরে থাকায় এগুলো পচে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব গন্ধ বাতাসের সাথে মিশে বাতাস বিষাক্ত হয়ে গেছে। ফলে ইজতেমা ময়দান কেন্দ্রীক বেশ কয়েক কিলোমিটার এলাকার বাতাস এখন বিষাক্ত। আমরা বাসায় থাকলে বা বাসার বাইরে গেলেও নাকে মাস্ক পড়ে যেতে হচ্ছে।

টঙ্গীর মিল গেট এলাকার বাসিন্দা মোঃ জিলানী বলেন, দ্রুত ময়লা না সরালে বাসায় থাকাই দায় হয়ে যাবে।

কামার পাড়া রেডের ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী রিমন হোসেন বলেন, দোকান খুলতে পারছি না, গন্ধে অস্থির। দুই পর্বে ইজতেমা হওয়ার আগে বছরে একবার এই অবস্থা হতো। এখন দুই বার হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ( ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ময়দান পরিস্কারের কাজ শুরু হবে। ইনশাল্লাহ সমস্যা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *