রাতুল মন্ডল
স্টাফ করেসপন্ডেন্ট
শ্রীপুর অফিস: শ্রীপুরে বহিরাগত দুই যুবক কর্তৃক ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে প্রাণ নাশের হৃমকি দেয়ার প্রতিবাদে ক্লাশ বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রোববার(০৯ আগষ্ট) দুপুরে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অবস্থিত আব্দুল আউয়াল কলেজে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জনৈক সুমন মিয়া ও সোহেল রানা নামে দুই যুবক ওই কলেজের মেয়েদেরকে উত্ত্যক্ত করতেন। মেয়েরা বিষয়টি কলেজের প্রভাষক হুমায়ূন কবিরকে জানায়। হুমায়ূন কবির যুবকদেরকে ডেকে এনে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে বলেন। এরপর ওই যুবকেরা প্রভাষক হুমায়ূন কবিরকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুর থেকে ক্লাশ বর্জন করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আব্দুল আউয়াল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায় জানান, ঘটনা সত্য। আজ ক্লাশ বর্জন হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।