কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ইয়াবাসহ গ্রেপ্তার

Slider টপ নিউজ

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী।

আজ সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশী করে ওই ইয়াবা উদ্ধার করেছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানান।

কারাকর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ সোমবার বেলা ১২ টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভিতরে প্রবেশ করতে যায়। এসময়ে নিয়ম অনুযায়ী অন্য কারারক্ষীরা তাকে তল্লাশী করে। পরে তার ইউনিফর্মের প্যানের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পায়।

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশী ছাড়া কাউকে কারাগারের ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তিনি কারার্ক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশী করা হয়। তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহন করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এঘটনায় গ্রেফতারকৃত সাইফুল এর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *