কাপসিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

Slider গ্রাম বাংলা

48201_gre

 

 

 

 
শারমিন সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
গাজীপুর: কাপাসিয়ার সিংহস্রী এলাকায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের নামে বিভিন্ন থানায় ১৯টি ডাকাতির মামলা রয়েছে।

বৃহসপতিবার(০৬ আগষ্ট) সকাল ৮টায় কাপাসিয়া থানা পুলিশ ‍উপজেলার সিংহস্রী ইউনিয়নের নামিলা গ্রাম থেকে ওই ডাকাতের লাশ উদ্ধার।

নিহত ডাকাতের নাম শামীম মিয়া(৪০)। পিতার নাম গিয়াস উদ্দিন। বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতরাত ৩টার দিকে শীতলক্ষা নদীর কাপাসিয়া উপজেলার সিংহস্রী ইউনিয়নের সোহাগপুর নদীর ঘাট দিয়ে গফরগাঁও থকে এক দল ডাকাত কাপাসিয়ার সোহাগপুর নামিলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। ওই সংবাদ জানাজানি হয়ে গেলে এলাকাবাসী সংঘববদ্ধ হয়ে ডাকাত দলকে ঘিরে ফেলে। ডাকাত দল নামিলা গ্রাম অতিক্রম করার সময় জনতা তাদের ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায় কিন্তু শামীম ধরা পড়ে। এরপর জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ গ্রামবাংলানিউজকে বলেন, ডাকাত শামীমের বিরুদ্ধে কাপাসিয়া, জয়দেবপুর, গফরগাঁও সহ বিভিন্ন থানায় ১৮/১৯টি ডাকাতি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *