কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

Slider সারাবিশ্ব

udhampur_map_501418300 ঢাকা: ভারত-পাকিস্তান সীমান্তের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় দুইজন বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে। বুধবার সৈন্যবাহী একটি গাড়ি বহর লক্ষ করে হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করাসহ ওই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, বিএসএফবাহী একটি গাড়ি জম্মু সীমান্তের সামরুলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। এলাকাটি উধমপুর থেকে ১০ কিলোমিটার দূরে। এ বিষয়ে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট বার্তায় জানিয়েছেন, অনেকদিন পর এই মহাসড়কে হামলা চালানো হয়েছে। তবে হামলাকারী এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *