আবার সোনার দাম কমলো ভরিতে ১২২৫ টাকা

Slider অর্থ ও বাণিজ্য

file

Decrease font Enlarge font
ঢাকা: দুই সপ্তাহের ব্যবধানে ফের কমলো সোনার দাম। এবার প্রতিভরি সনাতনী পদ্ধতির সোনায় ৯৯১ টাকা ও ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনায় কমছে এক হাজার ২২৫ টাকা করে।

বৃহস্পতিবার (আগস্ট ০৬) থেকে নতুন দামে সোনা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (আগস্ট ০৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাজুস।

সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪১ হাজার ৭৫৭ টাকা দরে। মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত এ মানের সোনার বিক্রিমূল্য ছিলো ৪২ হাজার ৯৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেট ভরিপ্রতি ৪০ হাজার ৮৮২ টাকার পরিবর্তে ৩৯ হাজার ৬৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৩ হাজার ৯ টাকায়। মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিলো ৩৪ হাজার ২৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২২ হাজার ৮৬১ টাকার পরিবর্তে ২১ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। আগে প্রতিভরি রুপার দাম ছিলো ৯৯১ টাকা। বৃহস্পতিবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতিভরিতে রুপার দাম কমেছে ৫৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *