সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দেখছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮১ রান দিয়ে কিইউদের ৬ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।
সিলেটে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপ সিরিজের এ ম্যাচের চতুর্থ দিনে শুক্রবার চা-বিরতির আগে মাত্র ৩৭ রানেই ৩ উইকেট শিকার করে বাংলাদেশ। বিরতির পরও ধরে রাখে তার রেশ। বলা যায়, কিইউদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন শরিফুল-তাইজুলরা।
বিরতির আগে বাংলাদেশ ফেরায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম, কেন উইলিয়ামসন ও হ্যানরি নিকোলসকে। বিরতির পর ফিরেছেন ডেভন কনওয়ে, টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস।
এই মুহূর্তে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান। এখনো সিলেট টেস্টে জয়ের জন্য প্রয়োজন ২৩৮ রান।
ফলে সিলেট টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে টাইগাররা।
এর আগে বাংলাদেশ দুই ইনিংসে করেছে যথাক্রমে ৩১০ ও ৩৩৮ রান। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৩১৭ রান।