জবির প্রথম নারী ভিসি সাদেকা হালিম

Slider শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ড. সাদেকা হালিম।

তিনি এ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেলেন এবং এ বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক সাদেকা হালিম মরহুম ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গেছেন।

অধ্যাপক সাদেকা হালিম তথ্য কমিশনের প্রথম নারী কমিশনার ছিলেন। জাতীয় শিক্ষানীতি-২০১০–এর প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক এই ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৮৮ সালে। তিনি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তার বাবা অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *