গাজীপুরের পাঁচ আসনে ৫১ প্রার্থীর মনোনয়ন ক্রয়

Slider ফুলজান বিবির বাংলা

গাজীপুর: গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৫১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রতিটি আসনেই আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এর মধ্যে গাজীপুর-১ আসনে ১৩জন, গাজীপুর-২ আসনে ১১জন, গাজীপুর-৩ আসনে ১০জন, গাজীপুর-৪ আসনে ৭জন ও গাজীপুর-৫ আসনে ১০জন সহ মোট ৫১ জন মনোনয়নপত্র জমা দেন।

বুধবার (২৯ নভেম্বর) গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই সংবাদ জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, গাজীপুর-১ আসনে গণফ্রন্টের মো: আতিকুল ইসলাম, তৃনমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: সফিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মো: কামরুল আহসান সরকার রাসেল, আওয়ামীলীগের আকম মোজাম্মেল হক, স্বতন্ত্র মো: নূরে আলম সিদ্দিকি, জাতীয় পার্টর এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান, জাকের পার্টির মো: মানিক সরকার, স্বতন্ত্র মো: রেজাউল করিম, জাতীয় পার্টির আল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর মো: আর্শেদুজ্জামান, তৃনমূল বিএনপির মো: আ: জাব্বার সরকার।

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী ১১জন হলেন, স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মো: জয়নাল আবেদীন, জাকের পার্টির রীনা রহমান, ন্যাশনাল পিপলস পার্টির কাজী হাসিবুর রহমান রাব্বী, বাংলাদেশ আওয়ামীলীগের জাহিদ আহসান রাসেল, স্বতন্ত্র মো: মেহেদী হাসান বিপ্লব ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ডা: সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, তৃনমূল বিএনপির ফয়সাল আহমেদ,বাংলাদেশ সুপ্রীম পার্টির এস এম জাহাঙ্গীর আলম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো: আমির হোসাইন।

গাজীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতালীগের মো: আ: রহমান, জাসদের মো: জহিরুল হক মন্ডল বাচ্চু, স্বতন্ত্র মো: জামিল হাসান, জাকের পার্টির মো: আলাউদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের রুমানা আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো: জয়নাল আবেদীন দপ্তরী ও স্বতন্ত্র ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: জয়নাল আবেদীন,স্বতন্ত্র এ কে এম সাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির এস এম সাইফুল ইসলাম।

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র সামসুল হক, জাকের পার্টির জুয়েল কবির, বাংলাদেশ আওয়ামীলীগের সিমিন হোসেন রিমি ও স্বতন্ত্র আলম আহমেদ, জাতীয় পার্টির মো: সামসুদ্দিন খান, বাংলাদেশ সুপ্রীম পার্টির মাসুদ চৌধুরী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফ এর মোহাম্মদ সারোয়ার-ই কায়নাত।

গাজীপুর-৫ আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টির উর্মি, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো: আল আমিন দেওয়ান, গণফোরামের মো: সোহেল মিয়া, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র আখতারউজ্জামান ও বাংলাদেশ আওয়ামীলীগের মেহের আফরোজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এ এস এম মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।

কাল বৃহসপতিবার মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *