আয়-ব্যয়ের হিসাব ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াল ইসি

Slider জাতীয়

EC_logo_banglanews24_628982071 ঢাকা: রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার আরও একমাস সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  তবে যেসব দল সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আয়-ব্যয়ের বিবরণী জমা দেননি এবং ইসিতে সময় বাড়ানোরও আবেদন করেনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।   সোমবার (০৩ আগস্ট) ইসি সচিবালয়ের নিজ কার‌্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এসব কথা বলেন।   তিনি বলেন, আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। বেশকিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের হিসাব জমা দিয়েছে। আবার কিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে।  ‘তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে,’ বলেন মো. শাহ নেওয়াজ।   তিনি বলেন, তবে যেসব দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাবও জমা দেয়নি আবার সময় বাড়ানোর আবেদনও করেনি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  ‘কেননা, পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব না দিলে সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।’  গত বছরও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ ক’টি দলের আবেদনের ভিত্তিতে একমাস অতিরিক্ত সময় বাড়িয়েছিল ইসি।   নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। ইসি জনসংযোগ শাখার দেওয়া তথ্য অনুযায়ী, নয়টি দল হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।  এসব দল হলো- ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদশে মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।   এছাড়া ২৫টি দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছে। অবশিষ্ট ছয়টি দল কোনো সাড়া দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *