মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শজিমেক হাসপাতাল পর্যন্ত সড়কের বাকি অংশের কাজ শুরু

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সড়ক নির্মাণ কাজের মোহাম্মদ আলী হাসপাতাল থেকে গোহাইল রোড পর্যন্ত অংশের কাজ আগামী রোববার,১৯ নভেম্বর /২৩ থেকে শুরু হচ্ছে।প্রায় ২ বছর আগে শজিমেক হাসপাতাল থেকে গোহাইল রোড পর্যন্ত কাজ হলেও এতদিন ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন না হওয়ায় এই অংশের কাজ বন্ধ ছিলো। অবশেষে অর্থ ছাড় হওয়ায় রাস্তাটির বন্ধ কাজ আলোর মুখ দেখতে যাচ্ছে। কোন জটিলতা না থাকলে আগামী জুনের মধ্যে রাস্তার কাজটি শেষ হবে।২০০৩ সালের দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। সে সময় রাস্তাটি ৬০ ফুট প্রশস্ত করার সিদ্ধান্ত হয়। এরপর মোহাম্মদ আলী হাসপাতাল থেকে গোহাইল রোড পর্যন্ত ভূমির মালিকরা রাস্তার প্রশস্ততা কমিয়ে আনার দাবি করে আন্দোলন করেন।পরবর্তীতে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক মনির চৌধুরীর সাথে কয়েক দফা আলোচনার পর রাস্তার প্রশস্ততা কমিয়ে ৪৫ ফুট এ নামিয়ে আনা হয়। রাস্তা ৪৫ ফুট এ নামিয়ে আনা হলেও এ খাতে কোন অর্থ বরাদ্দ না হওয়ায় রাস্তার কাজ বন্ধ থাকে। দীর্ঘদিন পর শজিমেক অংশে জমি অধিগ্রহণ করে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ইতোমধ্যে ওই অংশের প্রায় ১২শ’ মিটার কাজ শেষ হয়।এভাবে দীর্ঘদিন থাকার পর গত ফেব্রুয়ারি মাসে পূর্ব অংশের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ পায় সড়ক বিভাগ। বরাদ্দ পেয়ে তারা ভূমি অধিগ্রহণ শাখায় অর্থ হস্তান্তর করে। টাকা হস্তান্তর করার পর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর গত ১৫ অক্টোবর অধিগ্রহণ করা জমি সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন।সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার উপ বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল অংশের কাজ গোহাইল রোডের কাছে এসে বন্ধ ছিলো ওই স্থানে আগামীকাল রোববার লে আউট দিয়ে কালভার্টের কাজ শুরু হবে। আশা করা হচ্ছে আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান জানান, মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শজিমেক হাসপাতাল পর্যন্ত ১ কিলোমিটার ৮৮৫ মিটার দীর্ঘ। এর মধ্যে পূর্ব অংশের ৬৫০ মিটার রাস্তার কাজ বাকি রয়েছে। কাজ শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *