নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান ডিসিরা

Slider জাতীয়

Nosrul_SM_913991040

 

 

ঢাকা: সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চেয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।  আর আগামী তিন বছরের মাথায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বিপু।  জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে প্রতিমন্ত্রী একথা জানান।  প্রতিমন্ত্রী বলেন, ‘ওনারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি আগামী তিন বছরের মাথায় সারাদেশে অন্তত ৮০ শতাংশ জায়গায় যেখানে বিদ্যুৎ দিয়েছি, সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো।’  সারাদেশে খুব দ্রুতগতিতে বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে আরইবি (পল্লী বিদ্যুৎ) এলাকায় ৯০ শতাংশ বিদ্যুৎ দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *