টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

Slider খেলা

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। ব্যাঙ্গালুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথম দুই ম্যাচ জিতে ভালো শুরু করলেও ভারতের বিপক্ষে হারের পর সমালোচনার মুখে পাকিস্তান দল। আবার জয়ে ফিরতে আজ একাদশে একটি পরিবর্তন এনেছে তারা।
শাদাব খানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উসামা মীর। অস্ট্রেলিয়া অবশ্য আগের ম্যাচের একাদশ নিয়েই খেলবে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যেখানে জয়ের পাল্লা ভারী অজিদের।
৬৯ ম্যাচে জিতেছে তারা। পাকিস্তানের জয় ৩৪টি। একটি ম্যাচ টাই ও তিনটি পরিত্যক্ত হয়েছে।

দুই দলের একাদশ :
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতেখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, হাসান আলী ও শাহীন আফ্রিদি।
অস্ট্রেলিয়া : প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *