গাজীপুর: গাজীপুর জেলার কাপাসিয়ার সিংহস্রীতে ডাচবাংলা এজেন্ট ব্যাংকি-এ কর্মরত ভাইয়ের নিকট ৩লাখ টাকা নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছে নাহিদ(১৭) নামে এক ব্যাক্তি। সন্ত্রাসীরা নাহিদকে গুরতর জখম করে পালিয়ে যায়। আহত নাহিদ বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কাপাসিয়া থানার সিংহস্রী ইউনিয়নের সোহাগপুর তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
আহত নাহিদ সিংহস্রী ইউনিয়নের নর্দা গ্র্রামের আমিউল্লাহর ছেলে। এই বিষয়ে আহতের মা মোসা: হাফেজা খাতুন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জানা যায়, বাদীর বড় ছেলে হাবিবুল্লাহ সিংহস্রী ইউনিয়নের কুড়িয়াদীতে অবস্থিত ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত। বড় ভাইয়ের কাছে ছোট ভাই নাহিদ বাড়ি থেকে ৩ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় সোহাগপুর তিন রাস্তার মোড়ে কয়েক জন মিলে তাকে মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আহতকে স্থানীয় লোকজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ পেয়ে কাপাসিয়া থানার এসআই মিঠুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এস আই মিঠুন জানান, টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। মারামারি হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।