টসে হার : আগে ব্যাট করবে বাংলাদেশ

Slider খেলা


বিশ্বকাপে প্রথমবারের মতো ‘কিউই বধ’ করতে মাঠে নেমে গেছে বাংলাদেশ। চেন্নাইয়ে মঞ্চও প্রস্তুত হয়েই আছে৷ স্পিন সহায়ক এই মাঠ কথা বলবে বাংলাদেশের পক্ষে। এবার শুধু পরিকল্পনা মাফিক পারফর্ম করতে পারলেই লেখা হয়ে যাবে ইতিহাস।

চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে হয়েছে টস। ভাগ্য সায় দেয়নি, টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে একটাই পরিবর্তন হয়েছে। এক ম্যাচ পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাদ পড়েছেন আগের ম্যাচে চার উইকেট পাওয়া মেহেদী হাসান। একাদশে পরিবর্তন আছে কিউইদরও। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরে পেয়েছে তারা। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন উইল ইয়ং।

উভয় দলের জন্যই এটি তৃতীয় ম্যাচ। নিউজিল্যান্ড তৃতীয় জয়ের খুঁজে থাকলেও, বাংলাদেশ আছে দ্বিতীয় জয়ের খুঁজে। আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও টাইগাররা হেরে যায় ইংল্যান্ডের বিপক্ষে। ফের আজ জয় নিয়ে সেমিফাইনালের পথে ছুটতে চায় সাকিব বাহিনী।

বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, ডেরিয়েল মিচেল, কেন উইলিয়ামসন, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস, লুকি ফার্গুনসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *