চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপ-পরিচালকের মৃত্যু

Slider চট্টগ্রাম


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহতের পরিবার।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে তার মৃত্যু হয়।

শহিদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, ‘রাত ১১টার দিকে চান্দগাঁও থানার দু’জন সহকারী উপ-পরিদর্শক গিয়ে আমার বাবাকে থানায় নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের লোকজন থানায় যান। উনি হার্টের পেশেন্ট, উনার ইনহেলার আর মেডিসিন লাগে সবসময়। বাবাকে থানায় নেয়ার সঙ্গে সঙ্গে ফটক বন্ধ করে দেন। ইনহেলার ও মেডিসিনও বাবার কাছে পৌঁছাতে দেয়নি। পরে ১২টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।’

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ‘উনাকে গ্রেফতারের পর খারাপ লাগছে বলে জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে তারাসহ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *