মিয়ানমারের ২ সেনাসদস্যকে হস্তান্তর শুক্রবার

Slider জাতীয়

BGB_logo_banglanews24_973536114

কক্সবাজার: বাংলাদেশের সীমানায় উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর ২ সদস্যকে শুক্রবার (১৭ জুলাই) পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।

বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এজন্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হয়েছে।

লে. কর্নেল রবিউল ইসলাম জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলাপ-আলোচনা করে পতাকা বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক হবে।

বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর ২ সদস্যকে হস্তান্তর করা হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

১৪ জুলাই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর অপহৃত এ ২ সদস্যকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী একটি সংগঠন এ ২ জনকে অপহরণ করেছিল।

বিষয়টি বাংলাদেশকে অবহিত করার পর বিজিবি সদস্যরা ৫ জুলাই থেকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ২ জনকে চিকিৎসা দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফেরত দিচ্ছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *