ভারত বিশ্বকাপে শতকোটি টাকার উপহার

Slider খেলা


ভারত বিশ্বকাপে শতকোটি টাকার উপহার বরাদ্দ করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে বেশ মোটা অংকের পুরস্কার। উপহার থাকছে অংশ নেয়া সব দলের জন্যই। সেমিফাইনালের আগে বিদায় নিলেও মিলবে ১ লাখ ডলার।

শুক্রবার এক বিবৃতিতে ১০ দলের এই টুর্নামেন্টের প্রাইজমানির বৃত্তান্ত প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে মোট প্রাইজমানি দেখানো হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার বা ১০১ কোটি টাকা।

এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। এছাড়া রানারআপ দলের পকেটে যাবে ২ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ২ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার করে।

রাউন্ড রবিন লিগে একেকটি জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা করে। আর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল ঘরে ফিরবে ১ লাখ ডলার বা ১ কোটি টাকা নিয়ে। অর্থাৎ ২০১৯ বিশ্বকাপের প্রাইজমানি অনুযায়ীই এবারো প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।

উল্লেখ্য, ভারত বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। এবারের আসরে খেলছে ১০টি দেশ-ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে।

১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *