বৃষ্টিতে ফের খেলা বন্ধ

Slider খেলা


ফের বৃষ্টির বাধায় বন্ধ খেলা। ৩৪তম ওভারের ২ বল বাকি থাকতেই মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। এর আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে নিউজিল্যান্ড।

ফলে এখন পর্যন্ত খেলাটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। যার বড় কৃতিত্ব মুস্তাফিজ ও নাসুমের। তারা দুজনে যথাক্রমে ৩টি ও ২টি উইকেট নিয়েছেন।

এর আগে হ্যানরি নিকোলস ও উইল ইয়ং জুটি টাইগারদের সামনে চোখ রাঙাচ্ছিল। তারা ১২৩ বলে ৯৭ রানের জুটি গড়েন।

শুরুতে যদিও দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। নিকোলসকে ফিরিয়ে জুটি ভাঙার কাজটা করেন মোস্তাফিজ আর এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন নাসুম আহমেদ।

২৮তম ওভারে এসে মোস্তাফিজ এলবিডব্লুর ফাঁদে ফেলেন নিকোলসকে। আউট হবার আগে ৫৭ বলে ৪৪ করেন তিনি। নিকোলস ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন ইয়ং। ৮৩ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি।

ইয়ংকে শিকার বানান নাসুম আহমেদ। ৩০তম ওভারের দ্বিতীয় বলে ৯১ বলে ৫৮ রান করা ইয়ংকে ফেরান তিনি। এক বল পরেই রাচিন রবিন্দ্রকেও পরিণত করেন নিজের শিকারে।

এর আগে টসে হেরে ব্যাট করতে আসে কিউইরা। ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলতেই নামে বৃষ্টি। প্রায় দুই ঘন্টা খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে খেলা কমে আসে ৪২ ওভারে।

বৃষ্টি থামতেই শুরু হয় মোস্তাফিজ শো। জোড়া উইকেট তুলে নেন তিনি। প্রথমে উইকেট কিপার নুরুল হাসানের ক্যাচ বানিয়ে ফিন অ্যালানকে ফেরান ফিজ। ২০ বলে ৯ রান আসে তার ব্যাটে। পরের ওভারে এসে তিনে নামা চাঁদকেও একই স্বাদ দেন এই পেসার। ১ রান করেন চাঁদ বোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *