চলতি মাসে ১৯ জেলায় কর্মসূচি দেবে বিএনপি

Slider রাজনীতি

সরকার পতনের একদফা আন্দোলনের অংশ হিসেবে চলতি (সেপ্টেম্বর) মাসেই ১৯ জেলায় নতুন কর্মসূচি দিতে চায় বিএনপি। তবে কর্মসূচি কী হবে, সে সিদ্ধান্ত গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। রোডমার্চ কিংবা সমাবেশ- এই দুধরনের কর্মসূচির বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রস্তাব পাঠিয়েছেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। সেখানেই নতুন কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আমাদের সময়কে বলেন, ‘আগামীতে একদফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি আসবে। শান্তিপূর্ণ উপায়ে জনগণকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই একদফা মানতে সরকারকে বাধ্য করা হবে।’দলীয় সূত্র অনুযায়ী, সম্ভাব্য ১৯ জেলার তালিকায় রয়েছে- ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও পটুয়াখালী। দু-একটি জেলা যোগ হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। সূত্র জানায়, গত সোমবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায়ও নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। এ বৈঠকে সবার মতামতের ভিত্তিতে স্থায়ী কমিটির নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিতভাবে নতুন কর্মসূচির বিষয়ে দুটি প্রস্তাবনা পাঠান। সে ক্ষেত্রে রোডমার্চ হলে তা এক জেলা থেকে আরেক জেলায় যাবে। আর সমাবেশের প্রস্তাবে বলা হয়েছে- কয়েকটি জেলার সমন্বয়ে একটি বৃহত্তর জেলায় এ কর্মসূচি পালন করা হবে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, ‘এ বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ছাড়া নতুন কর্মসূচি চূড়ান্ত করার ব্যাপারে সমমনা রাজনৈতিক দলেরও মতামত নেওয়া হবে। সবার মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।’ দলের আরেকটি সূত্র জানায়, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় বিভাগে ‘তারণ্যের রোডমার্চ’ কর্মসূচির খসড়া চূড়ান্ত করেছিল। গতকাল তা ঘোষণা করার কথাও ছিল। কিন্তু গতকাল দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিএনপি বৃহত্তর ১৯ জেলায় কর্মসূচি করলে তারুণ্যের রোডমার্চ দেওয়া হতে পারে দুই বিভাগে।’ উত্তরাঞ্চলে রোডমার্চ একদফা দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর দেশের উত্তরাঞ্চলে (রংপুর ও রাজশাহী বিভাগে) রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি।’যুবদল সভাপতি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আপাতত দুদিনের কর্মসূচি দিলাম। এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ সুলতান সালাউদ্দিন বলেন, ‘প্রতিটি রোডমার্চের শুরুতে এবং শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও বেশ কিছু পথসভা হবে। বিগত দিনের মতো মোটরসাইকেলসহ যে যার মতো করে এই রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।’ সংবাদ সম্মেলনে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন। আগামীকাল ঢাকায় সমাবেশআন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে। এ দিন একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দল ও জোটও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *