এখনো ভারতেই আটকা জাস্টিন ট্রুডো

Slider সারাবিশ্ব

জি-২০ সম্মেলন শেষে গত রোববার থেকেই ভারতে আটকা পড়ে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। গতকাল সোমবার দেশের ফেরার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি, আজ মঙ্গলবারও তিনি দিল্লিতে রয়েই গেছেন। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন।

ডয়চে ভেলে ও টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রূডোর বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তার দেশে ফেরা হয়নি। এজন্য এখন কানাডা থেকে ব্যাকআপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে।

কানাডার সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন, এসব পার্টস দিয়ে ট্রুডোর বিমানের ত্রুটি ঠিক করার চেষ্টা করা হবে। শেষমেশ বিমান চালু না হলে ব্যাকআপ বিমানেই দেশে ফিরবেন তিনি।

সংবাদসংস্থা এএফপিকে দিল্লিতে কানাডার দূতাবাসের পক্ষ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কানাডার বিমানবাহিনী ট্রুডোর এ বিমানের দেখভাল করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।

ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *