ওভার কমলে পাকিস্তানের লক্ষ্য কেমন হবে

Slider খেলা

এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের মধ্যকার সুপার ফোরের ম্যাচে বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রবিবার শুরু হওয়া ম্যাচ বৃষ্টির কারণে গড়িয়েছে আজ রিজার্ভ ডেতে। এদিনও ম্যাচ শুরু হয় দেরিতে। ভারতের ব্যাটিং শেষ করার পর লক্ষ্য তাড়া করতে নামে পাকিস্তান। তবে কিছুক্ষণ ব্যাট করার পর আবারও নামে বৃষ্টি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ১১ ওভারে ৪৪ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। তাই ওভার কমলে বেশ বিপদেই পড়বে পাকিস্তান।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ম্যাচ যদি ২০ ওভারের হয়, অর্থাৎ আর ৯ ওভার খেলা হয়, তাহলে পাকিস্তানের লক্ষ্য হবে ২০০ রানের। ম্যাচ ২৫ ওভারের হলে লক্ষ্য ২৩৭ আর ৩০ ওভারের হলে লক্ষ্য হবে ২৬৭ রানের।

তবে ২০ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ এর মধ্যে খেলা শুরু হতে হবে। যেহেতু এরই মধ্যে ১১ ওভার হয়ে গেছে। তাই এই হিসাবে শেষ নয় ওভারের জন্য ১১.৪৫ মিনিটে খেলা শুরু করলেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *