বগুড়ার ধুনটে সংসদ সদস্যর খামার থেকে ৫টি ট্রান্সফরমার চুরি

Slider রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:- হাবিবর রহমানের মালিকানাধীন বাগুড়া ধুনট উপজেলার জালশুকা গ্রামে বাইশা বিলে মৎস্য খামার এলাকা থেকে এক রাতে ৫ টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা বাইশা বিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়। বাইশা বিল এলাকায় বিদ্যুৎ চালিত চালকল (রাইস মিল) ও সেচপাম্প দিয়ে পানি সেচের জন্য ৫টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার ছিল।গতকাল মঙ্গলবার,২৩ আগষ্ট/২৩ দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাইশা বিল এলাকা থেকে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়। গত বুধবার, ২৩ আগস্ট সকালে মৎস্য খামারের প্রহরী চুরির বিষয়টি টের পেয়ে সংবাদ দিলে বগুড়ার শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব সাহরীন ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, চোরাই বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *