গাজীপুরে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শিক্ষাবৃত্তি প্রদান

বাংলার সুখবর


মহানগর প্রতিনিধিঃ এম. এ. বারী শিক্ষা পরিবারের আয়োজনে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ১৯ শে টাওয়ারের তৃতীয় তলায় বিজিআইএফটি হলরুম কৃতি শিক্ষার্থীদের মাঝে
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, আমবাগ ইউনিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে একটি পার্সোনাল কম্পিউটার প্রদান সহ তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হয়।

২৬ আগস্ট শনিবার সকালে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ গাজীপুরের সাবেক প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রফিকুল ইসলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু সাঈদ মন্ডল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিআইএফটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সভাপতিত্ব করেন এস. এম. হাবিবুর রহমান।

এম. এ.বারী শিক্ষা পরিবারের পরিচালক মোঃ ইসমাঈল হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আমবাগ ইউনিক স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মোঃ আজিজ মিয়া, প্রিন্সিপাল মোহাম্মদ হাতেম আলী, গাজীপুর স্কুল এন্ড কলেজ সোসাইটির সদস্য সচিব মোঃ তমিজুল ইসলাম, ইউনিক এডুকেয়ার হাই স্কুলের পরিচালক, আলহাজ্ব মুছাদ্দিকুর রহমান হাজী মুছা, গাজীপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, বিকেএ গাজীপুর জেলা শাখার সদস্য সচিব প্রফেসর সাখাওয়াত ভূইঁয়া,মাহবুব আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সদর মেট্রো থানা সভাপতি বাদল আহমেদ, বাসন থানা সভাপতি আবুল হাসান, নূর স্কলার স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, জাহিদ টিউটর হুমের পরিচালক, মোঃ জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে গণিত প্রি অলম্পিয়াড স্কুল রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট সপদপত্র ও ৩৫ জন শিক্ষার্থীকে চুড়ান্ত পর্বে অংগ্রহণের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *