শ্রীপুরে ভাই-বোন এক মঞ্চে, বিতর্কের অবসান

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুরে সাবেক মন্ত্রী মরহুম এডভোকেট রহমত আলীর ছেলে ও মেয়ে আলাদাভাবে শোক দিবসের অনুষ্ঠান করায় সব মহলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আজ ভাই বোন এক মঞ্চে অনুষ্ঠান করায় সেই বিতর্কের অবসান হয়েছে।

আজ শুক্রবার শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে শোক দিবসের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এড.মোঃ জামিল হাসান দুর্জয়, যুগ্ন সাধারন সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি ।

তেলিহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আকবর হোসেন মৃধার সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফরিদ আহমেদ চুন্নু সাবেক ভিপি, নাসির উদ্দিন জর্জ সাধারন সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ, বেলায়েত হোসেন সাধারন সম্পাদক গাজীপুর সদর উপজেলা যুবলীগ, শেখ শফিকুর রহমান শফিক সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, আশিক বিন ইদ্রিছ সাবেক চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) শ্রীপুর উপজেলা বিআরডিবি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *