মেসির ম্যাচ : টিকিটের দাম ১৩ লাখ!

Slider খেলা

‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি’- লিওনেল মেসির এই ঘোষণার পর থেকেই যেন বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। হঠাৎ মেজর লিগ সকার নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গেছে। এক মেসিকে দেখতে যেন গোটা দুনিয়া তাদের দিকে তাকিয়ে থাকে। যার ফায়দা বেশ ভালোভাবেই নিচ্ছে এমএলএস কর্তৃপক্ষ।

সাধারণ একটা ম্যাচের টিকেটের মূল্যও বেড়ে গেছে বহুগুণ, বিশাল অঙ্কের অর্থ দিয়ে এখন মাঠে বসে দেখতে হচ্ছে মায়ামির খেলা। এর মাঝেই মায়ামি উঠে গেছে লিগস কাপের ফাইনালে। এমতাবস্থায় যা হওয়ার তাই হয়েছে। ফাইনালের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। একেকটা টিকিট বিক্রি হচ্ছে ১৩ লাখ টাকারও বেশি মূল্যে!

প্রথমত মায়ামির ফুটবল ইতিহাসের প্রথম ফাইনাল, তার ওপর আবার মেসি আছেন দলে। আছে শিরোপা জয়ের প্রবল সম্ভাবনাও। ফলে সুযোগটা লুফে নিয়ে টিকেটের মূল্য বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নাশভিলে। যেখানে তাদের পরবর্তী ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ৪১ হাজার টাকা। সেখানে এই ম্যাচের সর্বনিম্ন মূল্যের টিকেট কিনতে হচ্ছে অর্ধলাখে!

আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে মায়ামি। প্রতিপক্ষ নাশভিল। খেলা হবে জিওডিস পার্ক স্টেডিয়ামে। যার দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। আর ম্যাচের সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। একেকটা টিকেটের জন্য হা-হুতাশ করছে সমর্থকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এই ৩০ হাজার টিকেটের মাঝে সর্বনিম্ন মূল্যের টিকেটের দাম ৪৭৫ ডলার, বাংলাদেশী মুদ্রায় যা ৫২ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ১১ হাজার ৯০০ ডলার বা ১৩ লাখ টাকার কিছু বেশি!

সমর্থকদের এই আবেগ-ভালোবাসা তখনই পূর্ণতা পাবে, যখন মেসি শিরোপাতে চুমু আঁকবেন। এমনটা হলে যৌথভাবে ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলার বনে যাবেন মেসি। এখন পর্যন্ত মেসি জয় করেছেন ৪৩টি শিরোপা। একটি বেশি নিয়ে সবার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার দানি আলভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *