কাপাসিয়ায় শিশু শিক্ষার্থীর পা ভেঙ্গে দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা

Slider নারী ও শিশু

গাজীপুরের কাপাসিয়ায় স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে এক শিশু শিক্ষার্থী পা ভেঙ্গে দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট)দুপুর ১ টায় কাপাসিয়ার পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদা বেগম এ তথ্য জানান।

অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাক প্রাথমিক শ্রেণির ওই শিক্ষার্থী মারিয়া (৫) স্কুল ছুটির পর মায়ের কাছে যেতে বাড়ী ফিরছিলো। ওই সময় ৩ টা শিশু একসাথে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় বেপোরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা শিশুদের রিকশার নিচে ফেলে দেয়।এতে এক শিশুর বাম পা ভেঙ্গে যায়।

শিশুর মা নার্গিস জানান, আমার স্বামী আরেকটা মিয়েকে বিয়ে করেছে। আমার সংসারের কোনো খোঁজ নেয়না। আমার তিনটা মেয়ে। আমি আমার মেয়েকে প্রতিদিন স্কুল থেকে আনতে যাই। সংসারের ঝামেলা সেড়ে আজকে তাকে আনতে যেতে একটু দেরি হয়।আমার মেয়েসহ আরো দুজন এক সাথে হেঁটে যাচ্ছিল। ওই সময় বেপোরোয়া অটোরিকশা শিশুদের উপর দিয়ে যায়।এতে আমার মেয়েটার বাম পা ভেঙ্গে যায়। ব্যাটারি চালিত অটোরিকশা চালক মমতাজ উদ্দিন জানায়, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে আহত শিশুকে নিয়ে শিশুর পরিবারের সাথে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে গেছি।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের ডাক্তার শরীফ এর বরাত দিয়ে কর্তব্যরত নার্স তানিয়া জানায়, অপারেশন লাগবে কিনা তা শনিবারে এক্সরে রিপোর্ট আসলে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *