সংষ্কৃতিমনা ও ক্রীড়ানুরাগী তরুণ প্রজন্মের আদর্শ শেখ কামাল

Slider গ্রাম বাংলা

সংষ্কৃতিমনা ও ক্রীড়ানুরাগী তরুণ প্রজন্মের আদর্শ শেখ কামাল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি), গাজীপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলি এমপি, বাউবি প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নাসিম বানু, বাউবি প্রো উপচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরিন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম সাধারণ সম্পাদক শহদিুর রহমান, সভাপতি অধ্যাপক কে এম রেজানুর রহমান, বাউবি রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল বলেন, ক্রীড়াঙ্গনকে সুন্দর ভাবে সাজানো চেষ্টা করছি। তিনি বলেন, সংষ্কৃতিমনা ও ক্রীড়ানুরাগী তরুণ প্রজন্মের আদর্শ শেখ কামাল। বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *