ওমানে আটক বাংলাদেশী সংসদ সদস্য, ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া

Slider জাতীয়


ওমানে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ায় চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এক কূটনীতিক প্রতিবেদকের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ জুলাই) ব্যাক্তিগত সফরে ওমানে যান খাদিজাতুল আনোয়ার সনি। রাতে হাফা হাউস মাসকট হোটেলে প্রায় শ’ খানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। কিন্তু আগে থেকে অনুমতি না নিয়ে রাজনৈতিক বৈঠক করা বেআইনি হওয়ায়, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। আটকের প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পান তিনি।

বুধবার (২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘এ রকম কোনো খবর আমরা জানি না। সরকারিভাবে আমরা কাউকে ওমানে পাঠাইনি এখন। আমিও আপনাদের (সাংবাদিকদের) থেকেই শুনলাম।’

ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। তিনি ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে মনোনীত হোন। সূত্র : ডয়চে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *