যুক্তরাষ্ট্রে শাকিব-জয়ের সেই ছবির ব্যাখ্যা দিলেন অপু

Slider বিনোদন ও মিডিয়া


গেল ক’দিন আগেই ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশের ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপরই তিনি উড়াল দেন কলকাতায়। তবে এখনও জো বাইডেনের দেশের এখনও অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। সাবেক তারকা দম্পতি শাকিব-অপু ভক্তদের মাঝে কৌতুহল- যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটিয়েছেন অপু।

বলা যায়, দীর্ঘ সময় পর বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশ উপভোগ করেছেন ছোট্ট জয়। অপুও বলেন, ‘জয়ের সঙ্গে ওর বাবার (শাকিব) সম্পর্কটা বন্ধুর মতো। দুই বন্ধু যখন পাশাপাশি থাকে, তার চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছু হয় না। যুক্তরাষ্ট্রে গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে।’

যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বাবা শাকিবের সঙ্গে জয়ের একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ছেলে জয় ঘুমাচ্ছে বেঞ্চে আর রাস্তায় বসে আছেন শাকিব খান। ছবিটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। তা নিয়েও কথা বলেছেন অপু।

তার কথায়, ‘ছবিটি আমিই তুলেছি। জয় একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলো। হঠাৎ তার মনে হয়েছে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। এ কারণে বেঞ্চে শুয়ে পড়ে। তখন সে তার বাবাকে ডেকে বলে- বাবা তোমাকে এখানেই (বেঞ্চের সামনে মাটিতে) বসতে হবে। জয় তার বাবাকে বেঞ্চেই বসাতো। কিন্তু সে বেশ লম্বা হয়ে গেছে, শোয়ার পর জায়গা ছিলো না। তাই তার বাবাকে ওখানে বসতে হয়েছিল। সেটা দেখে আমার মনে হয়েছিল, বাহ দারুণ তো মুহূর্তটা। এজন্যই ছবিটা তুলেছিলাম।’

এদিকে, জয়ের মাকে (অপু বিশ্বাস) শাকিব কী গিফট করেছে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরেই বলা হয়, তাহলে বলতে হবে- অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় গিফট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *