এসডিও-এসইপি-ফুল গ্রেইন চাল প্রকল্পের আওতায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

Slider রংপুর

এম এ কাহার বকুল: আজ ০৩ আগষ্ট, ২০২৩ইং রোজ বৃহস্পতিবার ইএসডিও-এসইপি ফুল গ্রেইন চাল প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্টে অর্গানাইজেশন (ইএসডিও) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আওতাভুক্ত হাস্কিং মিলের শ্রমিকদের জন্য দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট শাখার আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ মনিরুল ইসলাম সোহেল মেডিকেল অফিসার ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতাল, কলেজপাড়া, ঠাকুরগাঁও ও মোঃ আল-আমিন, স্বাস্থ্য কর্মকর্তা, ইএসডিও-সমৃদ্ধি প্রকল্প, মোঃ রাজিউর রহমান রাজু, চেয়ারম্যান, ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদ, ইএসডিও-এসইপি প্রকল্পের ফোকাল পার্সন ও এপিসি মোঃ খাতিবর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু বককর সিদ্দিক আবু, ইএসডিও-মাইক্রোফিন্যান্সের জোনাল ম্যনেজার মোঃ আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, কবিরাজহাট শাখা ব্যবস্থাপক প্রবীর মন্ডল, ইএসডিও-এসইপি প্রকল্পের পরিবেশ অফিসার মোঃ কামরুল ইসলাম, এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট অফিসার এম এ কাহার বকুল, ডকুমেন্টেশন অফিসার মোঃ আতিকুজ্জামান রাজীব।

উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠানে বীরগঞ্জ ও কবিরাজহাট এলাকার আশেপাশের হাস্কিং মিলের শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা সেবা (পরামর্শ পত্র) ও ঔষধ দেওয়া হয় তাদের নতুন ও পুরনো অসুখের। মোছাঃ সেলিনা বেগম (৬৮) বলেন, আমার স্বামী নাই, আমি বয়স্ক মানুষ শরীরও ভালো নাই বিভিন্ন অসুখে টাকার অভাবে ডাক্তারের কাছে যাবার পাই নাই, আজকে ইএসডিও বাড়ীর পাশে এসে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে তাই এখানে এসে ডাক্তার দেখায় ঔষধ নিলাম, এখন ঔষধ খেয়ে যদি আল্লাহ সুস্থ্য করেন, তাহলে ইএসডিও-এসইপি ফুল গ্রেইন চাল প্রকল্পসহ ইএসডিও‘র সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো।

মোঃ তমিজ উদ্দিন (৬৩) বলেন, অনেক দিন থেকেই আমার হাটু ও কোমড়ের ব্যাথায় অসুস্থ ছিলাম, টাকার অভাবে চিকিৎসা নিতে পারি নাই, আজকে ইএসডিও‘র কাছে বিনামুল্যে চিকিৎসা নিলাম।

সর্বশেষে যারা কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন করেন নাই তাদের রেজিস্ট্রেশন করে টিকা কার্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *