রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের ওপর চাপ রাখবে ইইউ

Slider জাতীয়


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের ওপর চাপ রাখবে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশ সমুহের ওপর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইমোন গিলমোর। এর আগে তিনিসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছায়। ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরের পৌঁছার পর সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায় প্রতিনিধিদল।

ইমন গিলমোর বলেন, ‘দীর্ঘ ৬ বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বোঝা বাংলাদেশ বহন করে আসছে এবং বাংলাদেশের মানুষ মানবিক সহায়তা দিয়ে আসছে। এজন্য বাংলাদেশ ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিগত ছয় বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিগত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় শরণার্থী সংকট বিরাজ করছে। এরপরও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে।’
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। ছবি: আমাদের সময়

ইইউ-এর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, ‘আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। রোহিঙ্গারা আমাকে বলেছেন, ক্যাম্পে খাদ্য ও শিক্ষাসহ নানা চ্যালেঞ্জের মুখে তারা। এ সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের পাশে থাকবে এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *