একমাত্র সন্তান জয়কে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। এরই মধ্যে সাবেক এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। শুধু তাই নয়, একমাত্র ছেলে জয়কে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানেও। যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে, মান অভিমান ভুলে আবার এক হয়েছেন তারা। অবশেষে এসব সমালোচনার জবাব দিলেন অপু।
সম্প্রতি সেখানকার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব সমালোচনা প্রসঙ্গে অপু বলেন, ‘আলোচনার যার থাকে তার সমালোচনা থাকে। আমার পরিবারে অনেক সদস্য আছে। এখানে অনেকেরই অনেক মেম্বারস আছে, কাউকে নিয়েই আলোচনা হয় না এবং সমালোচনাও হয় না। সমালোচনা তাকে নিয়ে হয়- যাকে নিয়ে সে সামনে এগিয়ে যেতে পারবে। যেমন শাকিব খান এই নামটার সঙ্গে আপনি যে কোনো কথা জুড়িয়ে দেবেন আমি ১০০% শিউর; আপনারা ভাইরাল হবেনই হবেন। এবং সেই স্ট্রেটেজি আমাদের প্রত্যেকটা আটির্স্টদের মধ্যে কোনো না কোনভাবে ঢুকে গেছে। ঠিক তো।’
এ সময় উপস্থাপক এই নায়িকাকে উদ্দেশ্য করে বলেন, আজকের অনুষ্ঠানের ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে। উত্তরে অপু বলেন, ‘আমার ভাইরাল হওয়ার কিছু নেই। কারণ আমি মানুষকে ভাইরাল করি। সো ওইটা থেকে ইমর্পোটেন্ট সিনেমা। একটা সময় আমি একদম কাজ বন্ধ করে দিয়েছিলাম, আমার বাচ্চার জন্য। যেটা আপনার সকলেই জানেন। আমার ফিজিক্স ফিটনেস বাচ্চার পরে খুবই বাজে হয়ে গিয়েছিল। যেটা চিত্রনায়িকা হিসেবে আসার সুযোগটা ছিল না।’
তখন দেখি, সিনেমা হল ছিল মাত্র ৫০টা। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমাদের ২০০টা সিনেমা হল। এই যে বাড়ছে তা কিন্তু আমাদের চলচ্চিত্রের জন্য সাধুবাদ।’
এ সময় তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে একটা হেলদি কমপিটেশন হচ্ছে। কিন্তু হেলদি কমপিটেশনের মাঝখানে যেটা হচ্ছে কোথাও না কোথাও কনট্রোভার্সি তৈরি করে সে আর্টিস্ট নিজেকে প্রমাণ করছে। সেখানেও শাকিব খানকে জুড়ে দিচ্ছে। তো শাকিব খান এমন একটা মানুষ যার সঙ্গে যদি কেউ ভাইরাল হতে চায়, পরিচিতি পেতে চায়, মানুষ যেমন মিডিয়াতে যায়, আমার মনে হয় শাকিব খানই যথেষ্ট। নিউইয়র্কে আসেনি এমন কোনো আর্টিস্ট নেই। কিন্তু এই মানুষটা এখানে ঘুরতে আসলেই মানুষ কথা রটায়- শাকিব খান চলে গেছে।’
সবশেষে অপু জানান, তিনি সমালোচনাকে সাধুবাদ জানান।