হিরো আলমের ওপর হামলার নিন্দা মানবাধিকার কমিশনের

Slider জাতীয়


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার কমিশন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানায় জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার নির্দেশও দিয়েছে কমিশন।

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে ঘটনাটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিশন বলছে, ঘটনার প্রেক্ষিতে একটি নিবিড় তদন্ত হওয়া আবশ্যক এবং ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা সমীচীন।

দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেটোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *