যে কারণে ডুবল ওয়াটার বাস, জানাল ফায়ার সার্ভিস

Slider জাতীয়

ঢাকার কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে গেছে। ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণে ওয়াটার বাসটি ডুবে যায়।

আজ রোববার রাত ৮টার দিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত সোয়া ৮টার দিকে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে যাওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। ডুবুরিরা সেখানে কাজ করছেন। যতটুক জানা গেছে, অধিকাংশ লোক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কিছুক্ষণ আগে এক নারীসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স হবে ২৫ থেকে ৩০।

ডুবন্ত ওয়াটার বাসের বেঁচে যাওয়া যাত্রীরা বলেন, ওয়াটার বাসটি লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আলমগীর কবির বলেন, আমি দুর্ঘটনাস্থলে আছি। উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *