ঝড় উঠেছে ‘প্রিয়তমা’র, ৩ দিনে আয় ৪৭ লাখের বেশি

Slider বিনোদন ও মিডিয়া


গেল ৭ জুলাই কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে ‘প্রিয়তমা’। মাত্র ৩ দিনে (৭ থেকে ৯ জুলাই) সেখানে আয় করেছে ৪৪ হাজার ডলার। বাংলা টাকায় যার হিসেবে দাঁড়ায়- ৪৭ লাখ ৮০ হাজার টাকার বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

এক ফেসবুকে পোস্ট তিনি বলেন, ‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হবার কারণে “প্রিয়তমা” ৪২টি হলে মুক্তি পাবার সুযোগ পেয়েছে। এর আগের সপ্তাহ থেকে চলে আসা “ইন্ডিয়ানা জোন্স”, একই দিনে মুক্তি পাওয়া “জয় রাইড”, মাঝ সপ্তাহে (১২ জুলাই, বুধবার) মুক্তি পাওয়া “মিশন ইম্পসিবল”র কারণে কানাডা আমেরিকার চেইনগুলি এ মুহুর্তে একদমই আউটস্ট্যান্ডিং সম্ভাবনার কোন সিনেমা না হলে পর্যাপ্ত থিয়েটার দিচ্ছেনা বা দিতে পারছে না।’

মো. অলিউল্লাহ সজীব আরও বলেন, ‘নিজেদের ইন্ডাস্ট্রির সিউরশট ব্লকবাস্টার সিনেমা যেগুলার উপর তাদের ইয়ারলি ব্যবসারও প্রায় সবটা নির্ভর করে সেগুলো রেখে অন্য ইন্ডাস্ট্রির অনিশ্চিত সম্ভাবনার সিনেমার উপর তারা বাজি ধরবে এটা আশা করাও অন্যায়। তাই “প্রিয়তমা” বেশ কিছু কী লোকেশন ছাড়াই মুক্তি পেয়েছে। কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, সাস্কাটুন, রেজিনা এবং আমেরিকার ভার্জিনিয়া, সাউথ ফ্লোরিডা, পেন্সিল্ভেনিয়ার আপার ডার্বি- ল্যান্সডেল, নিউইয়র্কের বাফেলো, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল লস এঞ্জেলেস, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস এর কোনো থিয়েটারে জায়গা বের করা যায়নি “প্রিয়তমা”র জন্য। এ প্রত্যেকটি লোকেশন আমাদের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বড় অংকের একটা বক্স অফিস কন্ট্রিবিউশন আসে এসব মার্কেট থেকে।’

যোগ করে আরও বলেন, ‘তারপরও প্রথম ৩ দিনে “প্রিয়তমা” ৪৪ হাজার ডলার গ্রস করে ফেলেছে এবং, এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) ৪র্থ সর্বোচ্চ ওপেনিং। খুব আশা জাগানিয়া বিষয় হলো, নিউইয়র্কে তো রীতিমত “প্রিয়তমা” ঝড় বইছে। দর্শকের চাপে এ কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন। মিশিগানের এএমসি জন আর ১৫ এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরন্টোতেও চলছে “প্রিয়তমা” দেখার উৎসব। এছাড়া নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বেনসালেমের এএমসি নেশামিনি ও গ্রেটার লস এঞ্জেলেস এর এএমসি ফুলারটনে দারুণ যাচ্ছে সিনেমাটি। সবচেয়ে ভাল খবর হচ্ছে, এ সবগুলো হলেই ২য় সপ্তাহে পদার্পণ করেছে ছবিটি।’

উল্লেখ্য, ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী ১৫১ সিনেমা হলে চলছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *