নিহত শ্রমিক নেতার পরিবারের পাশে এমপি সবুজ

Slider গ্রাম বাংলা

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, শহীদুল ইসলাম গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০০৯ সালে সম্মেলনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এবং সে শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি।পাশাপাশি স্থানীয় ভাবে আওয়ামীলীগের সাথে কাজ করছেন। তাকে হত্যা করা হয়েছে, আমরা তীব্র ন্দিা জানাই।সরকার ইতেমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৪:২১ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মিটালু গ্রামে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, শহীদুলের পরিবারে ২ ছেলে। দুইটা ছেলে লেখাপড়া করছে। শহীদুলের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। শহীদুলের স্ত্রী কিছুদিন আগে আমার বাসায় গিয়েছিলো।আমরা তাকে সহযোগিতা করেছি।

তিনি বলেন, শহীদুলের পরিবারের পাশে অতিতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ছেলে মেয়েরা যাতে লেথাপড়া করতে পারে সেই ব্যবস্থা করবো।

শহীদুলের স্ত্রী বলেন, এমপি বলেছে, আমার ও আমার সন্তানের যাবতীয় দায়িত্ব নিবেন। সব বিষয়ে খেয়াল করবেন। তিনি আমাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। আপনি কোনো ভয় পাবেননা।আমরা আপনার পাশে আছি।

শহীদুলের স্ত্রী বলেন, আমার একটা কথা কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, ওনি স্বজন হারাইছে, স্বজন হারানোর ব্যাথা ওনি বুঝেন। ওনি যাতে বিধবাদের পাশে দাড়ান।

উপজেলা আলীগ প্রচার সম্পাদক সুলতান উদ্দিন আহমদে, ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ, আলীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল হক সরদার, ইউপি সদস্য আবুল আফ্রাদ সহ এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

২ নং ওয়ার্ড আওয়ামলীগ সভাপতি মাহবুবুল আলম সরকার ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ফকির বলেন, শহীদুল হত্যার সুষ্ঠু বিচারের স্বার্থে এমপি সাহেবের সহযোগিতায় প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *