বগুড়ার শেরপুরে ছয়শো কলার কাঁদি কাটল দুর্বৃত্তরা

Slider রাজশাহী


বগুড়া জেলার শেরপুর উপজেলায় রাতের আঁধারে প্রায় ৬০০ গাছ থেকে কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার, ২৯ জুন দিবাগত রাতে উপজেলার খামারকান্দী ইউনিয়নের পারভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।জানা গেছে, বাড়ির সামনে ১ বছর আগে ৭২ শতাংশ জমিতে ৭৫০ টি সাগর কলার গাছ রোপণ করেন শহিদুল ইসলাম। পরিচর্যার ফলে সকল গাছেই কলার কাঁদি ধরেছে। কিছুদিনের মধ্যেই কলাগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। এরই মধ্যে ঈদের দিবাগত রাতে কে বা কারা প্রায় ৬০০ গাছ থেকে কলার কাঁদি কেটে ঝুলিয়ে ও ফেলে রেখে গেছে।শহিদুল ইসলাম বলেন, এমন ঘটনা আগেও ঘটেছে। কোন শত্রুতার জেরে কারা আমার এমন সর্বনাশ করল জানি না। তবে ন্যায় বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।তিনি জানান, জমিতে কলার গাছ রোপণ থেকে শুরু করে এখন পর্যন্ত লক্ষাধিক টাকা খরচ হয়েছে। মাসখানেকের মধ্যেই তিন লাখ টাকার কলা বিক্রি করা যেতো।এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *