পবিত্র হজ পালনের জন্য আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
আসিফ নজরুল বলেন, আমি এবং আমার স্ত্রী হজ্জ করতে যাচ্ছি। আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট। আমি বহু মানুষকে জীবনে কষ্ট দিয়েছি। যত বয়স হয়েছে তা বুঝতে পেরেছি, অনুতপ্ত হয়েছি, নিজেকে ধিক্কার পর্যন্ত দিয়েছি। আমি মন থেকে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি। আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন, আমি ও আমার স্ত্রী যেন সঠিকভাবে হজ্জ করতে পারি, হজ্জ সম্পাদনের পর আরও ভালো মানুষ হতে পারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, আল্লাহ্র কাছে আমি নিশ্চয়ই খুব তুচ্ছ একজন মানুষ। তবু দোয়া করব, তিনি যেন আপনাদের সবার প্রতি দয়া করেন, আপনাদের সব সৎ প্রত্যাশা পূরণ করেন। আমাদের প্রিয় দেশটা যেন অনেক বেশি ভালো থাকে। আপনাদের সবার জন্য ভালোবাসা।