অবশেষে কারওয়ানবাজার থেকে সরানো হচ্ছে মার্কেট

Slider ফুলজান বিবির বাংলা


রাজধানীর কারওয়ানবাজার থেকে মাছ, সবজি বাজারসহ অন্যান্য মার্কেট স্থানান্তরের কথা চলছে অনেক দিন ধরে। অবশেষে তা স্থানান্তর করা হচ্ছে। এখানে থাকা ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে যাত্রাবাড়ি, মহাখালী ও আমিনবাজারে।

গতকাল বৃহস্পতিবার কারওয়ানবাজারের টিসিবি মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে সরকার। এ সভায় কারওয়ানবাজার থেকে কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে ১১ সদস্য কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন উত্তরের মেয়রের কাছে জমা দেবে দুই সপ্তাহের মধ্যে।

কাঁচা বাজার স্থানান্তর করা হলেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একই রকম আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। তবে তাদের আশ্বাসেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবসায়ীরা।

এ সময় এক ব্যবসায়ী বলেন, ‘যাত্রাবাড়িতে তো মার্কেট আছে। কেউ যাবে না, আমাদের ওখানে যাবে না। ক্রেতা যাবে না। তার মানে আপনারা আমাদের মেরে ফেলতে চাইছেন। এই আপনাদের পরিকল্পনা।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই মার্কেট ঝুঁকিপূর্ণ। কারওয়ানবাজার মার্কেট যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই দায়িত্ব তখন আপনাদের (ব্যবসায়ীদের) নিতে হবে।’ এ সময় ব্যবসায়ীরা মেয়রের বক্তব্যের বিরোধিতা করেন।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আপনারা যদি মনে করেন আমি এখানকার দোকানদার, আমি এখান থেকে সরব না। পৃথিবীর সব পরিবর্তনের সময় কিছু ভাঙচুর, নির্মাণ হয়েছে। এ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যা কিছু হবে, আমরা সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব। আমরা সবাই যেন উইন উইন পজিশনে থাকতে পারি। সেটা থাকতে পারলে আমরা সন্তুষ্ট থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *