আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২ জুন) স্বর্ণের দাম আরও বেড়েছে। সাপ্তাহিক ভিত্তিতে গত ২ মাসের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, চলতি মাসে সুদের হার বাড়ানো থেকে বিরত থাকতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে দেশটির মুদ্রা ডলারের দর কমেছে। এতে বুলিয়নের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে।
স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৮০ ডলার ৪৯ সেন্টে।
তবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৯৯৭ ডলার ৫০ সেন্টে।
সবমিলিয়ে চলমান সপ্তাহে বুলিয়ন চড়া হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। গত ৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহের পর যা সেরা সপ্তাহ।
মারেক্সের ধাতু বিশেষজ্ঞ এডওয়ার্ড মেয়ার বলেন, জুনে অনুষ্ঠেয় বৈঠকে সুদ হার বাড়ানো থেকে বন্ধ থাকতে পারে ফেড। এতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। বর্তমানেও গুরুত্বপূর্ণ ধাতুটির দর ঊর্ধ্বমুখী আছে।
এবার ফেডের সুদ হার বৃদ্ধি থেকে বিরত থাকার সম্ভাবনা ৭১ দশমিক ৫ শতাংশ। এতে ইতোমধ্যে ডলার সূচক ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়েছে। ফলে স্বর্ণের আকর্ষণ বেড়েছে। মূল্যবান ধাতুটির মূল্য আরও বাড়তে পারে।