সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম ‘এমপিপুত্র রনির গুলিতেই জোড়া খুন’

Slider জাতীয় রাজনীতি

রনি_90909

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি পিনু খানের পুত্র বখতিয়ার আলম রনির পিস্তল থেকে ছোঁড়া গুলিতেই রাজধানীর নিউ ইস্কাটনের জোড়া খুনের ঘটনা ঘটেছে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বস্তুগত তথ্য ও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী বিষয়টি প্রমাণিত হয়েছে বলে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘রনি আমাদের কাছে গুলি করার বিষয়টি স্বীকার করলেও ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিতে রাজি হয়নি। তবে মামলাটি ওয়েল ডিটেকটেড হওয়ায় আদালতে মামলাটি প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। কারণ ব্যালাস্টিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শী জবানবন্দীসহ পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রনি চার দফায় ১৪ দিনের মতো রিমান্ডে রয়েছে। রনি যদি স্বেচ্ছায় জবানবন্দী দিতে চায় তাহলে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে রনির এলোপাতাড়ি গুলিতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। গত ২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *