রূপসায় রেলসেতু নির্মাণে ১২৩৮ কোটি টাকা অনুমোদন

Slider জাতীয়

Cabinate_meeting_474669252

ঢাকা: খুলনার রূপসা নদীর উপর রেলওয়ে সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২শ ৩৮ কোটি টাকা।

বুধবার (০১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্রয় কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের একথা জানান।

খুলনা-মংলা বন্দর রেললাইন নির্মাণের অন্তর্ভুক্তি প্রকল্পের ডব্লিউ ডি প্যাকেজ-২ এর আওতায় সেতুটি নির্মাণ করা হবে। ঠিকাদার নিয়োগ করা হয়েছে ভারতীয় লারসেন অ্যান্ড টুগরো লিমিটেডকে। এটি বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয়।

এছাড়া ক্রয় সংক্রান্ত কমিটির সভায় জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন গ্যাসফিল্ডে ৫টি কূপ খননের জন্য ৯ কোটি ৬২ লাখ ৩শ ৯৮ ডলার (৭শ ৮ কোটি ৫০ হাজার টাকা প্রায়) ব্যয় করার প্রস্তাব অনুমোদন করেছে।

এটি বাস্তবায়ন করবে রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান গাজপ্রোম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বিভি। গ্যাসফিল্ড এলাকার সড়কের কাজের জন্য ২২ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

বুধবার মোট ১২টি প্রস্তাব উথাপন করা হয়। এরমধ্যে ১১টি অনুমোদন ও ১টি বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *