সিসিকে মেয়র প্রার্থী ১১ জন, কাউন্সিলর পদে ৩৭৬ জনের মনোনয়ন জমা

Slider জাতীয়

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭৬ জন।
মঙ্গলবার (২৩ মে) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ জন এবং নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে মেয়র প্রার্থী ১১ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৮৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ১৪টি আসনের কাউন্সিলর পদে ৯৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছন ৮৯ জন।

দলীয় প্রার্থীদের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও জাকের পার্টির মো. জহিরুল আলম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মো. ছালাহ উদ্দিন রিমন, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহ জাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে এবং প্রত্যাহারের শেষ সময় আগামী ১ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *