ধানমন্ডিতে বিআরটিসি বাসে আগুন

Slider ফুলজান বিবির বাংলা

রাজধানীর ধানমন্ডির সিটি কলেজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে বিআরটিসি বাসে আগুন লাগে। বাসের ভেতরে আগুন জলতে দেখা যায়। বাইরে থেকে কয়েকজন পুলিশ সদস্য পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসির দ্বিতল বাসটি নগর পরিবহনের ব্যানারে ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত চলাচল করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিব হাসান আমাদের সময়কে বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেনি।

কারণ হিসেবে তিনি বলেন, ঘটনাস্থলে সংঘর্ষ চলছিল। তাই নিরাপত্তার স্বার্থে গাড়ি পাঠানো হয়নি। পরিস্থিতি নিরাপদ হলে ফায়ার সার্ভিস আগুন নেভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *