ভারতের নাগপুর-পুনে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে।
আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের তীব্রতা ও দুমড়ে-মুচড়ে যাওয়া বাহন দুটি দেখে অনুমান করা হচ্ছে সেই সময় এই দুটি ভারী যানের গতি অনেক বেশী ছিল। ট্রাকটি একটি কোম্পানির ছিল বলে ধারণা করা হচ্ছে।