জাহাঙ্গীর আলমের সামনে ‘নতুন আশা’

Slider ফুলজান বিবির বাংলা

ঋণ খেলাপীর অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন তিনি। আপিলে তিনি প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘যে কারণ দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে, তা ছিল মীমাংসিত বিষয়। ঋণ খেলাপির বিষয় উল্লেখ করা হলেও তা পূর্বেই পরিশোধ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত থেকে তা নিশ্চিত করলেও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বাতিল করে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন। আমি রিটানিং কর্মকর্তার আদেশ চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি। আমার আশা, কর্তৃপক্ষ সুবিচার করে আমার প্রার্থিতা বহাল রাখবেন।’

নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে ২ থেকে ৪ মে পর্যন্ত আপিল করা যাবে। আগামী ৫ থেকে ৭ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৮ মে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে এবং ভোটগ্রহণ ২৫ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *