ক্ষমতাচ্যুত সুদানি প্রেসিডেন্ট বশিরকে সরিয়ে নেয়া হলো সেনা হাসপাতালে

Slider সারাবিশ্ব

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমার আল-বশিরকে খার্তুমের একটি সামরিক হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে তীব্র লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে তাকে সরিয়ে নেয়া হলো।

বুধবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কোবার কারাগারের মেডিক্যাল স্টাফের সুপারিশে আল-বশির এবং অন্য আরো প্রায় ৩০ জনকে আলিয়া হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।

গত রোববার কোবার হাসপাতালে বিবদমান দু’পক্ষ হামলা চালায়। এসময় কারাগার থেকে হাজার হাজার বন্দী পালিয়ে যায়। এখানে আল-বশির আমলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা আটক ছিলেন। তাদের কয়েকজনও পালিয়ে গেছেন।

আল-বশিরকে ২০১৯ সালে বর্তমানে বিবদমান দুই জেনারেল ক্ষমতাচ্যুত করেছিলেন। তিনি প্রায় তিন দশক ধরে সুদান শাসন করেছিলেন।
সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *